ফেনীতে সাংবাদিকের উপর হামলা, চার বালুখেকোর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫২
ফেনীতে সাংবাদিকের উপর হামলা, চার বালুখেকোর বিরুদ্ধে মামলা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিমের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে ৮ নভেম্বর, শুক্রবার রাতে থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম। সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ওসি জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামিগণ পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে।


জানা গেছে, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখেকোরা। এমন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।


এক পর্যায়ে বালু উত্তোলনকারী উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমন বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।


বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


প্রত্যক্ষদর্শী ও স্বপন স্টোরের মালিক মোহাম্মদ স্বপন জানান, সাংবাদিক রহিম তার দোকানের সামনে ছিল। এসময় ১০/১২জন যুবক তাকে ঘিরে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা বেরিয়ে আসলে প্রাণে রক্ষা পায় রহিম। এসময় স্বপনের দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা।


সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাহারনামীয় চারজনসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com