
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির স্তর করে গিয়ে নাব্যতা সংকট দেখা দেয়ায় সাময়িকভাবে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
৮ নভেম্বর, শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খনন কাজ চলমান থাকায় দ্রুত ফেরি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র ম্যানেজার বাণিজ্য প্রফুল্ল চৌহান।
ড্রেজিং বিভাগ জানায়, চিলমারী-রৌমারী রুটে ইতিমধ্যেই নির্দিষ্ট একটি রুট তৈরি করার জন্য প্রায় ২ হাজার ফিট পথ ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে এবং এরই মধ্যে প্রায় ৮'শ ফিট ড্রেজিং হয়েছে।
ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদীখননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দ্বায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ’র ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টি হওয়ায় ফেরীর নিচের অংশ নদে আটকে যায়। ফলে ফেরির নিরাপত্তার স্বার্থে ড্রেজিং না হওয়া পর্যন্ত সাময়িক ভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং শেষে ফেরি চলাচল শুরু করা হবে।
বিবার্তা/রাফি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]