আশুলিয়ায় অবৈধ পাঁচ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১০:৩৯
আশুলিয়ায় অবৈধ পাঁচ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে নেয়া প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস টান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


শুক্রবার (৮ নভেম্বর) আশুলিয়ার ইউয়ারপুর ইউনিয়নের জিরাবো ও তৈয়বপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


সাভার তিতাস গ্যাস টান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।


এ ব্যাপারে প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেম উদ্দিন বলেন, জিরাবো, তৈয়বপুর এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।


আমরা অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এসময় ৫০০ মিটার অবৈধ সংযোগ
কাজে ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়েছে। অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও বাজারগুলোও জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com