শালিখার ইকোপার্কে ১২০০ তালের চারা রোপণ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৬:২৪
শালিখার ইকোপার্কে ১২০০ তালের চারা রোপণ
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইকোপার্কে বজ্রপাত নিরোধে ১২০০ শত তালের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহকুমা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কে তালের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়৷


এসময় তিনি বলেন, বজ্রপাত নিরোধে তাল গাছ সহায়ক হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতের সময়কাল পূর্বের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। এ জন্য প্রতিনিয়ত বজ্রপাতে প্রাণ হারাচ্ছে যুবক বৃদ্ধসহ সব বয়সের মানুষ। তাই বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপণের বিকল্প নেই।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, মহকুমা কল্যাণ সংস্থার পক্ষে অনিক, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, ছাত্র জনতার পক্ষে ফারদিন হাসান সুমন, ফিরোজ হোসেন মৃধাসহ ডিবি সমাজ কল্যাণ সংস্থা ও আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ৷


বিবার্তা/মনিরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com