
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। ঘটনার পর থেকে দোকানের মালিক মো. বাবু পলাতক থাকায় পুলিশ তার ছেলে মো. শফিকুল ইসলামকে আটক করেছে।
বুধবার (৭ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয় এবং শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
মৃতরা হলেন- দৌলতপুর বাশঁতলা এলাকার কসাই আবুল কালাম (৪৫) এবং মতি মার্কেট এলাকার ভ্যানচালক শাহ আলম (৪৩)। এছাড়া গুরুতর অসুস্থ আবু হানিফ (৩৫) দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারে বাবুর হোমিও দোকান থেকে স্পিরিট কিনে পান করেন তারা তিনজন। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার অবস্থার অবনতি হলে আবুল কালামের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হোমিও দোকানের মালিক মো. বাবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার ছেলে মো. শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]