
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৬ অক্টোবর, বুধবার সকালে খাউলীয়া ইউনিয়নের পশরবুনীয়া গ্রামে দুর্যোগ প্রশমন দিবস পালন করে সংস্থাটি।
দিবস উপলক্ষ্যে সকাল ১০টার দিকে একটি র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্র্যাক সাইক্লোন শেল্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিসিআরসি সভাপতি মো. শাহদাৎ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবি উপজেলা কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি সদস্য মো. কারুজ্জামান, মো. মশিউর রহমান, সিসিআরসি কোষাধ্যক্ষ সুফিয়া বেগম, সাংবাদিক ফজলুল হক খোকন, সন্ন্যাসী পুলিশ ক্যাম্প প্রতিনিধি মো. রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে সিসিডিবি কর্ম এলাকা খাউলিয়া, পশরবুনীয়া ও মধ্য-বরিশাল গ্রামের ১০০ পরিবারের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]