দৌলতপুরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:৪৮
দৌলতপুরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ভাগজোত বাজারে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


১৪ অক্টোবর, সোমবার বিকেল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী মেম্বারের সভাপতিত্বে বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন।


এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও দৌলতপুর বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দৌলতপুর কৃষকদলের আহ্বায়ক প্রার্থী আরিফুল ইসলাম নান্নু মাস্টার, রিফাতপুর ইউনিয়ন বিএনপি’ সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রাশেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক বিল্লাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশে প্রধান বক্তা দৌলতপুর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল গণতন্ত্র ধরে রাখতে হলে সবার আগে দেশের চাঁদাবাজ ও লুটতরাজ দমন করার আহ্বান জানিয়েছেন।


তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের বয়কট করতে হবে। আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ নিয়ে ভালবাসা দিয়ে সর্বসাধারণের কাছে গিয়ে সর্বোচ্চ ভোট বিএনপির প্রার্থীর পক্ষ নিতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।


সভা পরিচালনা করেন দৌলতপুর বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলী।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com