
কুষ্টিয়ার দৌলতপুরে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য প্রধান সড়ক সংস্কারের দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর, রবিবার সকাল ১০ টায় সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার আল্লারদর্গা-ভেড়ামারা প্রধান সড়কটি আল্লারদর্গা বাজারে দেড় কিলোমিটার জুড়ে ভেঙে খানা খন্দক, জরাজীর্ণ ও একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে চলাচলের অযোগ্য হওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এর ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা ও প্রাণহানি। তাই জনগুরুত্বপূর্ণ এ প্রধান সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আল্লারদর্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণের আয়োজনে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, গণ অধিকার পরিষদ দৌলতপুর উপজেলার শাখার সভাপতি শাহাবুল মাহমুদ, ব্যবসায়ী নাসির উদ্দিন, তুষার আহমেদ, বাবু খন্দকার সহ আল্লারদর্গা বাজারের অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আল্লারদর্গা বাজার দখল মুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সচল, জরাজীর্ণ ও ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]