
খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১১অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার সিঙ্গাশোলপুর, লোহাগড়া উপজেলার দশটি পূর্জামন্ডপ এবং সদরের কেন্দ্রীয় টাউন কালিবাড়ী পূর্জামণ্ডপসহ অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া তিনি কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]