নড়াইলে
নার্সদের কর্মবিরতিতে সেবা বঞ্চিত রোগীরা; বেড়েছে দুর্ভোগ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৭:০৮
নার্সদের কর্মবিরতিতে সেবা বঞ্চিত রোগীরা; বেড়েছে দুর্ভোগ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক দফা দাবিতে নড়াইলে নার্সদের কর্মবিরতি দুর্ভোগে পড়েছে রোগীরা। সেবা বঞ্চিত হয়ে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছে। আবার অনেকেই হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ছুটছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসকরা চিকিৎসাসেবা দিলেও হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে রোগীরা। অবশ্য কর্মবিরতি থাকা নার্সরা দাবি করছেন, জরুরি সেবার জন্য ১০জন নার্স দায়িত্ব পালন করছে।


৯ অক্টোবর, বুধবার দুপুরে হাসপাতালে গেলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু নার্সরা কর্মবিরতি পালন করায় বিনা চিকিৎসায় পড়ে আছে। জরুরী বিভাগ থেকে ডাক্তার দেখানোর পর বেডে দিয়েছে। কিন্তু নার্সরা কর্মবিরতি পালন করায় কোন চিকিৎসা শুরু হয়নি। অসুস্থাবস্থায় পড়ে আছে। আমি মনে করি নার্সদের যদি ন্যায্য দাবি হয় তা পুরণ করে দ্রæত তাদের কাজে ফিরিয়ে আনা দরকার।


মাগুরা জেলার নহাটা গ্রামের সোহেল রানা বলেন, আমি হাত ভেঙ্গে যাওয়ায় নড়াইল সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছি। কিন্তু নার্সরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করায় ইনজেকশন বা অন্যান্য চিকিৎসা পাচ্ছি না। যার কারণে কষ্ট বেশি হচ্ছে।


জানা গেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে।


নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার (৯ অক্টোবর) নড়াইল সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালনকালে তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আহবায়ক শাহিনুর খাতুন, সংস্কার কমিটির সদস্য পলি কুন্ডু, মুজিদা খানম ও সিনিয়র স্টাফ নার্স বিউটি পারভীনসহ প্রমুখ।


উল্লেখ্য গত ১ অক্টোবর থেকে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করে। কয়েকদিন আন্দোলন স্থাগিত থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com