
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বর্তমান প্রেক্ষাপটে পাঠ্য বইয়ে নতুন করে অর্ন্তভুক্তি করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৭ অক্টোবর, সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মওলানা ভাসানী ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন,জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা ব্যবসায়ী ঐক্যজোট নেতা গোলাম মোস্তফা লাবু, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম, ছাত্র ফাউন্ডেশনের আহ্বায়ক ভিপি নুরুল ইসলাম, সদস্য আজিম উদ্দিন বিপ্লব, ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ ফাজবির, চতুর্থ শ্রেণির ছাত্রী মোছা. মানহা প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৪ সালে ফ্যাসিস্ট সরকার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্য বই থেকে মাওলানা ভাসানীর জীবনীকে বাদ দিয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে শুধু ৫ম ও ৮ম নয়, শিশু শ্রেনী থেকে শুরু করে কলেজ পর্যন্ত পাঠ্য বইয়ে ভাসানীর জীবনী দেখতে চাই। তারা বলেন মওলানা ভাসানী শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নেতা। তাকে খাটো করে দেখার সুযোগ নেই। সরকারি-বেসরকারী অফিসে ভাসানীর ছবি দেখতে চাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর কাছে টাঙ্গাইলবাসীর পক্ষে দাবি জানাই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী যাতে পাঠ্য বইয়ে অন্তভুক্ত করা হয়।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]