
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে রাইহোগ্রাম মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ৫০ একর বোরো ব্রি ৮৮ জাতের (উফশী) ধানের সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (১১ মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে রাইহোগ্রাম মাঠে এই ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে।
সভাপতিত্ব করেন, ইয়াছিন আলী উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম প্রমূখ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]