
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজাকে আটক করেছে দর্শনা থানা পুলিশ।
রোববার (১১ মে) সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমির।
আটক গোলাম মর্তুজা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমির বলেন, আটক আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা দর্শনা থানার নিয়মিত মামলার আসামী। সেই মামলায় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) তারেক জানান, উনি দর্শনা থানার নিয়মিত মামলার আসামী হওয়ায় ইমিগ্রেশনে তা শনাক্ত হয়। পরে ওনাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]