
আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে নাজিরপুরে শোকরানা সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার নেতাকর্মীরা।
উপজেলা জামায়েতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারী অব:সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন এর সঞ্চালনায় রবিবার (১১ মে) বিকেল ৫ টায় নাজিরপুর উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ছাত্র জনতা ৩৬ দিনের এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আল্লাহ আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।
এসময় বক্তব্যে সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু সাঈদ মোল্লা বলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না তাদের ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে ততদিন পর্যন্ত তারা বিশ্রাম করবে না।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সদর ইউনিয়ন সভাপতি মাও: আবুল হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. শেখ আবু হানিফ ও উপজেলা সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমূখ।
বিবার্তা/মশিউর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]