আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাচ্চু গ্রেপ্তার
প্রকাশ : ১১ মে ২০২৫, ২৩:৩৮
আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাচ্চু গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্দর নগরী আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং আশুগঞ্জ সাদেকুল ইসলাম সাচ্চুকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।


শনিবার (১০ মে) সন্ধ্যার পর আশুগঞ্জ ফেরিঘাট এলাকার নিজ অফিস থেকে তাকে তার এক সহযোগীসহ আটক করা হয়।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাদেকুল ইসলাম সাচ্চু তার সহযোগীের নিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয়ের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অফিস থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ইয়াবা ট্যাবলেট – ৬৮৫ পিস, ফেনসিডিল – ৪৫ বোতল, ফেনসিডিলের খালি বোতল ৭৩টি, ১টি ল্যাপটপ ১টি ডিজিটাল ক্যামেরা, ২টি সিপিইউ, মাদক বিক্রির নগদ অর্থ ২ দুই হাজার সাতশত পাঁচ শত বিশ টাকা। এ ঘটনায় আশুগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সংশ্লিষ্টদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সাংবাদিক মহলে পরিচিত হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার পরপরই আশুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক জরুরি সাধারণ সভায় মিলিত হয়। সভায় সর্বসম্মতভাবে সাদেকুল ইসলাম সাচ্চুকে সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে।


সচেতন মহল মনে করছেন, অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত সাচ্চু ও তার সহযোগী সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


উল্লেখ যোগ্য যে দীর্ঘ দিন ধরে সাদেকুল ইসলাম সাচ্চু সাংবাদিকতার আড়ালে তার সহযোগীদের নিয়ে মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও বড়মাপের সাংবাদিকের নাম বেড়িয়ে আসবে বলে সচেতন মহল মনে করে।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com