
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে।
শনিবার মধ্যরাত থেকে রোববার (১১ মে) সকাল সাড়ে দশটা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পুরুলিয়া গ্রামের ইউপি সদস্য সুলতান শেখ, নাজিম উদ্দিন শেখ, আসাদুজ্জামান মোল্যা, চঞ্চল মোল্যাকে আটক করা হয়েছে।
এসময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল, অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ,৬ রাউন্ড তাজা কার্তুস, ২টি চাইনিজ কুরাল, ২টি ছুরি,৭টি স্যানদা,৭টি বল্লম,১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩টি চাপাতি,১৯টি সোরকি,৬টি ঢাল, ২টি শটগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন রোববার (১১ মে) বিকালে বলেন, আসামিদের নামে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে, আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]