সিংগাইরে ইটভাটার মাটি সরবরাহের জন্য বিএডিসির খাল ভরাট করে রাস্তা নির্মাণ
প্রকাশ : ১১ মে ২০২৫, ২৩:৩২
সিংগাইরে ইটভাটার মাটি সরবরাহের জন্য বিএডিসির খাল ভরাট করে রাস্তা নির্মাণ
সিংগাইর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাওদিপাড়া- হাতনী-চাপরাইল পর্যন্ত বিএডিসির খননকৃত সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে । তারা খালের ওপর রাস্তা বানিয়ে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি করছে। খালটি ভরাট করায় সরকারের লক্ষ লক্ষ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। সেই সাথে আসন্ন বর্ষা মৌসুমে বিশাল এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা ।


সরেজমিনে রবিবার দুপুরে গিয়ে দেখা যায়, হাতনী - জামির্ত্তা হুটের চকে ৪টি ইটভাটার পূর্ব পাশের খালে মাটি ফেলে রাস্তা তৈরি করে একমাস ধরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে ড্রামট্রাক ও মাহিন্দ্র ট্রলিতে করে ইটভাটায় মাটি বিক্রি করছে ।


খালটি ভরাট করে রাস্তা করায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় শুস্ক মৌসুমে কৃষকদের সেচকাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে কৃষি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন চাষীরা ।


খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় বিএডিসি ২০২৩ সালে লক্ষ লক্ষ টাকা খরচ করে খালটি পুনঃখনন করেন ।


জানা গেছে, বাওদি পাড়া এলাকার মাটি ব্যবসায়ী আয়নাল ও খোকন গংরা খালের ওপর রাস্তা বানিয়ে ফসলি জমি কেটে পাশের ৪টি ইট ভাটায় মাটি বিক্রি করছে। স্থানীয় কৃষকরা বাধা দিয়েও খাল ভরাট ও মাটি বিক্রি বন্ধ করতে পারছেন না।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, খননকৃত খালের কোন স্থানে মাটি ফেলে ভরাট করছে আমাকে তথ্য দিন। ব্যক্তিগত কাজে সরকারি খাল ভারটের কোনো নিয়ম নেই। এমনকি খাল ভরাট করে সরকারি কোনো প্রকল্পও দেওয়া যাবে না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে |


উল্লেখ্য গত ৯ মে জামির্ত্তা ইউনিয়নবাসীর ব্যানারে ফসলি জমির মাটিকাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধনসহ বিক্ষভ মিছিল করেন এলাকাবাসী.


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com