রাশিয়া থেকে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে বন্দরে জাহাজ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৬:১৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে বন্দরে জাহাজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ফ্রানবো প্রসপেট’ মোংলা বন্দরে পৌঁছেছে।


৬ অক্টোবর, রবিবার দুপুরে বিভিন্ন ধরণের বিদ্যুৎ এর সরঞ্জামাদি নিয়ে আসা এ জাহাজটি বন্দরের ৯ নং জেটিতে ভিড়েছে।


জাহাজটির শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এর অপারেশন ম্যানেজার সাধন কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে গত ২ অক্টোবর ১০১৯ প্যাকেজের প্রায় ১ হাজার ৫ শত মেট্টিক টন বিদ্যুৎ এর মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে৷ পানামা পতাকাবাহী জাহাজটি আজ মোংলা বন্দর জেটিতে ভিড় করেছে। জাহাজ থেকে আজ দুপুর হতে বিদ্যুৎ এর মালামাল খালাস কাজ শুরু করা হবে বলেও জানান শিপিং এজেন্ট।


আমদানী করা ওইসব বিদ্যুৎ এর মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।


বিবার্তা/জাহিদ/এনএইচ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com