
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি জন্য সাবজেক্ট চয়েজের ভিত্তিতে তিনটি ইউনিটের প্রথম পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এর ভিত্তিতে প্রথম ধাপের ভর্তি চলবে আগামী ১২ থেকে ১৫ মে অবধি। ক্লাস শুরু হবে আগামী পহেলা জুলাই থেকে।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ভর্তির জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস চলাকালীন সময়ে ( ৯টা থেকে ৪টা) স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য পূরণকৃত ফরমের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন সাপেক্ষে উহার এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।'
আরো বলা হয়, 'শিক্ষার্থীদেরকে ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও ডিন অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন চালু/বন্ধ এর শেষ সময় আগামী ১৬ মে রাত ১১:৫৯টা পর্যন্ত। তবে, মাইগ্রেশন একবার বন্ধ করলে পরবর্তীতে আর চালু করার কোন সুযোগ থাকবে না।'
রেজিস্ট্রার বলেন, 'আজ রাত থেকে সাবজেক্ট চয়েসের ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগ-ইন করে ফলাফল দেখতে পারবে। এছাড়া, এসএমএসের মাধ্যমে জানতে পারবে ফলাফল।' ভর্তি হতে যা ডকুমেন্টস লাগবে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে।'
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) `সি` ইউনিটে ১২টি কেন্দ্র ৭ হাজার ৬৪৬জন পরীক্ষার্থী, `এ` ইউনিটে ৩০ টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯জন পরীক্ষার্থী ও ২৫ এপ্রিল 'বি' ইউনিটে ২১ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে `এ` ইউনিটে পাসের হার ৩৪.০৫%, `সি` ইউনিটে পাসের হার ৬৯.৭৫%, 'বি' ইউনিটে পাসের হার ৪৯.৭১ শতাংশ।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]