নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিহত
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৬
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিফাতুল ইসলাম (৩৪) নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা তার আপন মামা আজাদ শেখ (৫৫) গুরুতর আহত হয়।


শনিবার (৫অক্টোবর) রাত সাতটার দিকে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়করের কালনা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনার ঘটেছে।


নিহত রিফাতুল ইসলাম লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের বেলায়েত শিকদারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কর্মস্থল গোপালগঞ্জ থেকে শিক্ষা কর্মকর্তা রিফাতুল ইসলাম মোটর সাইকলে যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজলোর কালনা মাদ্রাসার কাছে আসলে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটর সাইকলেকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে লোহাগড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতুল ইসলাম কে মৃত ঘোষণা করনে। এছাড়া গুরুতর আহত আজাদ শেখ কে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে যেতে বলেন।


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com