
রাজধানীর মতিঝিলে সেনা ক্যাম্পের সিড়ি থেকে পড়ে অমিত কুমার দাস (২৪) বছর বয়সী এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ৫ অক্টোবর, শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অমিত কুমারকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা আব্দুর রহিম জানান, নিহত অমিত (১৫ বেঙ্গলের বারবার) কর্মী (নাপিত) ছিলেন। দুপুরে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পিছনে কর্মচারী কোয়ার্টার সেনা ক্যাম্পে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আনলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, নিহতের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার আটারই গ্রামে। তার পিতার নাম মিলন দাস। মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে কর্মচারী কোয়ার্টারে থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]