শিরোনাম
গাজীপুরে প্রক্সি দিতে গিয়ে কারাগারে ২ যুবক
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৫:২৪
গাজীপুরে প্রক্সি দিতে গিয়ে কারাগারে ২ যুবক
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় দুই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে দুইটি কেন্দ্র থেকে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুরের উত্তর শ্রীবরদী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. নুরুন নবী আজাদ (২৪) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্নপুর গ্রামের আব্দুর রবের ছেলে তরিকুল ইসলাম (২৫)।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মামুন শিবলী জানান, শুক্রবার সকালে গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের জন্য পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ‘ক্রেডিট চেকিং কাম’ সায়ারার সহকারী পদে গাজীপুরের শ্রীপুর এলাকার মারতা এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. তারেকের (রোল নং ১২৪) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় নুরুন নবী আজাদকে আটক করা হয়।


একই অভিযোগে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মিউটেশন কাম সহকারী পদে শ্রীপুরে কর্নপুর এলাকার আমিনুল ইসলামের (রোল নং ৫৫৭) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় তরিকুলকে আটক করা হয়।


পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তরিকুলকে ৭ দিনের এবং নুরুন নবী আজাদকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


বিবার্তা/তুহিন/পলাশ/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com