গোপালগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের দাবি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৯:২৪
গোপালগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।


১৩ আগস্ট, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র সমন্বয়ক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


গোপালগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সহ-অবস্থানে শান্তিতে একসাথে বসবাসের অঙ্গীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, জেলা সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করীম, ছাত্র সমন্বয়ক মাঈনুদ্দিন খান সিফাত, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস সবুজ, জেলা খেলাফত মজলিশ সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক, জেলা ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা তসলিম উদ্দিন বক্তব্য রাখেন।


সভায় জেলা আওয়ামী লীগ, জেলা সিপিবি ও জেলা জাসদের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।


এছাড়া বক্তারা বলনে, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। গোপালগঞ্জের কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন অন্যায় অত্যাচার বা জুলুম হয়নি।সবার আন্তরিক প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/শান্ত/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com