
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদ শেখকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২২ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩ এর নায়েব সুবেদার নওশের আলী।
গ্রেপ্তারকৃত ফরিদ শেখ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (বালুয়াপাড়া) গ্রামের শামছুল হকের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ফরিদ শেখ একজন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৯ সালের ১৪ মে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে (ধারা ৩২৩/৪২৭, পেনাল কোড ১৮৬০) ১ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রমে দণ্ডিত করে।
অভিযান সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামে আজল হকের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]