
দেশে বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সন্দেহ হলেই চলছে তল্লাশি।
বুধবার (৭ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন, হিলি ইমিগ্রেশনের ইনচর্জ অফিসার ওসি শেখ আশরাফুল ইসলাম।
তিনি জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে বর্তমান দেশের পরিস্থিতি চিন্তা করে আমরা এই চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতায় অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা। প্রতিটি পাসপোর্টধারী যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়াও সন্দেহ হলেই তাকে করা হচ্ছে তল্লাশি।
এছাড়াও হিলি সীমান্তবর্তী এলাকায় সতর্কতা অবস্থায় থাকতে দেখা গেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যদের।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]