
কুড়িগ্রাম জেলা পরিষদে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয় বলে জানান অফিস কর্তৃপক্ষ।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ অফিসে ঘণ্টাব্যাপী ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।
৬ আগস্ট, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম জানান, গতকাল বিকালে হঠাৎ করে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অফিসের ফটোকপি মেশিন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, সিসি ক্যামেরা, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান ও টবিল-চেয়ার লুট করে নিয়ে যায়।
এছাড়াও বাগানের লাইট, অফিসের প্রত্যেক কক্ষের থাই গ্লাস ভাঙা এবং জরুরি ফাইল পত্র নষ্ট করে দেয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/বিপ্লব/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]