কুড়িগ্রামে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে র‌্যালি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৮:১৬
কুড়িগ্রামে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে র‌্যালি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শোকাবহ আগস্ট ২০২৪ উপলক্ষ্যে শোক র‌্যালি করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।


১ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে র‌্যালিটি দলীয় অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রামের জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ করে।


বক্তারা বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেননি, সেই সাথে তাঁর পরিবারের ২৫ সদস্যকে হত্যা করা হয়। বর্তমানে আবারও বঙ্গবন্ধুরখুনীদের দোসর, রাজাকার, আলবদরেরা কোটা আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান, মোস্তাফিজার রহমান সাজু, আলহাজ্ব রুহুল আমিন দুলাল, শাহানাজ বেগম নাজু, আতাউর রহমান বিপ্লব প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com