
কুড়িগ্রামের চিলমারীতে রানীগঞ্জ ইউনিয়নের কুটিরগ্রাম মকবুল হোসেন (এম.এইচ) বালিকা দাখিল মাদরাসা সুপার মাহফুজার রহমানের নামে টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার ইট দিয়ে ওই প্রতিষ্ঠান সুপারের বহুতল ভবন নির্মাণসহ একাধিক অভিযোগ তুলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের বাসিন্দা মামুন মিয়া।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
লিখিত অভিযোগ বলা হয়েছে, মাদরাসা তিনটি বিল্ডিং ভেঙ্গে ফেলে সেখানে বহুতল মাদরাসা ভবন নির্মিত হচ্ছে। ভেঙে ফেলা ওই বিল্ডিং এর প্রায় ৩০ হাজার ইট আত্মসাৎ করে নিজের বাড়িতে বহুতল ভবন নির্মাণ করছেন। এছাড়াও ২০ (বিশ) বান্ডিল টিন বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে প্রায় এক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই মাদরাসা ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত কোন ছাত্রী না থাকা স্বত্বেও গত ২০ বছর যাবত সরকারি বই উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করে আসছেন ওই সুপার।
এছাড়াও ওই মাদরাসায় ৬ পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছে স্থানীয় ওই বাসিন্দা।
এদিকে অভিযোগ ওঠার পর ওই মাদরাসায় গিয়ে জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের ভিত্তি প্রস্তর পর্যন্ত কাজ করে বন্ধ রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেখানে পূর্বের ভবনের পুরাতন ইটসহ অন্যান্য মালামাল চোখে পরেনি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল হক বলেন, সুপারের বিরুদ্ধে অভিযোগ গুলো সবই সত্য। মাদরাসার ইট নিলাম ছাড়াই বাড়িতে নিয়ে গেছে এবং সেই ইট দিয়ে দুই তলা বাড়ি করছে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাদরাসা সুপার মো. মাহাফুজার রহমান বলেন, ইটগুলো আমি কমিটির কাছ থেকে ক্রয় করে নিজের বাসা বাড়িতে লাগিয়েছি তাতে কি হয়েছে? আর ইবতেদায়ি মাদরাসায় শিক্ষার্থী আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোন মাদরাসায় ছাত্র ছাত্রী আছে। এদিকে নিয়োগ বাণিজ্যে অভিযোগ এড়িয়ে যায় ওই সুপার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। মাদরাসা তাদের নিয়ন্ত্রণে চলে আমার এ সম্পর্কে কিছু বলার নাই।
ইউএনও মো. মিনহাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রাফি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]