রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৯:০৫
রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।


২৭ জুলাই, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিশমাইল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন।


নিহত দুজন হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সী শিশুপুত্র ইশরাত। আহত ব্যক্তিদের মধ্যে আছেন নিহত শিশু ইশরাতের মা সাবিনা, ঢাকার আবদুল খালেক ও বগুড়ার শামীমা বেগম। এই তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।


পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ বলেন, বিশমাইল এলাকায় ঢাকাগামী অপু ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের ডান দিকের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে বাসের যাত্রী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।


পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com