হিলিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১২:৪১
হিলিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।


২৭ জুলাই, শনিবার সকাল দশটায় হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন।


পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।


এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর উর রশিদ হারুন।


এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, আব্দুল লতিফ, আশরাফুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল ইসলাম, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক এমদাদুল মল্লিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কৃষক লীগের আহ্বায়ক মহাসিন আলী, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুল সরকার, তিন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com