
পঞ্চগড়ে গরুর মধ্যে লাম্পি স্কিন ডিজিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। চিকিৎসকরা বলছেন, এটি একটি ভাইরাস জনিত রোগ যা গরুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এ রোগে গরুর দেহে ছিদ্র হয় আর তাতে মশা মাছি দ্বারা আক্রান্ত হয়ে দুর্গন্ধ ছড়ায়। ইতোমধ্যে রোগটি জেলার বোদা উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে ।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবাহান বলেন, এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। আক্রান্ত গরুদের তাই আলাদা জায়গায় রাখতে হবে। তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের সকল কর্মকর্তারা গরুর মালিক ও খামারিদের মাঝে এ ভাইরাস সর্ম্পকে আলোচনা করছে এবং ভাইরাসে আক্রান্ত গরুদের আলাদা মশারির মধ্যে রেখে সাবধানতা অবলম্বন করার বিষয়ে পরামর্শ প্রদান করছে ।
বিবার্তা/দোলন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]