পঞ্চগড়ে নাশকতার তিন মামলায় মোট আসামি ১৪১০; গ্রেফতার ২৬
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১১:৩১
পঞ্চগড়ে নাশকতার তিন মামলায় মোট আসামি ১৪১০; গ্রেফতার ২৬
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উস্কানি, নাশকতা, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় কাজে বাধা দানসহ বিভিন্ন অপরাধে গত ১৯ তারিখ রাতে দুটি মামলা দায়ের করেন পঞ্চগড় সদর থানা পুলিশ। এদুই মামলায় ৮৭ জন নামীয় ও অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করা হয়।


এর মধ্যে গত ২৪ ঘন্টায় সদর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নূর ইসলামসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। সব শেষ মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৬ জন।


এছাড়াও ২৩ জুলাই, মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ বাদী হয়ে ১০ জন নামীয় ও অজ্ঞাতনামা দুই'শ জনকে আসামী করে গাড়ি ভাংচুর সংক্রান্ত আরও একটি মামলা দায়ের করেন। এ নিয়ে মোট মামলার সংখ্যা ৩।


এদিকে কারফিউর পঞ্চম দিনে পঞ্চগড় জেলার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। চার ঘন্টার জন্য খোলা ছিল, ব্যাংক, বীমা ও অফিস-আদালত। সারাদেশের চলমান কারফিউ মধ্যে ২৪ জুলাই, বুধবার পঞ্চগড়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আজ (বৃহস্পতিবার) আরও এক ঘন্টা বাড়িয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


বিবার্তা/বিপ্লব/রোমেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com