দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি কোটা সংস্কার আন্দোলনকারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ১১ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরপর সকল কার্যক্রম শেষে যাত্রী নিয়ে বেলা ১২ টার দিকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে, সারাদেশের ন্যায় গত কয়েকদিন থেকে নীলফামারীর সৈয়দপুরে পুলিশের সাথে কোটার সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছিল । এরই অংশ হিসেবে আজ দুপুরে শিক্ষার্থীরা সকাল থেকেই সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় অবস্থান নেয়। স্থানীয় পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়।
ইতোমধ্যে, পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরে প্রবেশ করছিল। পরিস্থিতি বেগতিক হওয়ায় যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ট্রেনটি পার্বতীপুরে ফিরিয়ে নিয়ে আসা সিদ্ধান্ত নেয়।
পরে ট্রেনে কর্তব্যরত রেল পুলিশের সদস্যদের সহযোগিতায় চালক ট্রেনটি প্রায় ১৮ কিলোমিটার উল্টো পথে চালিয়ে বিকেল পৌনে চারটার দিকে পার্বতীপুর রেলওয়ে জাংশন স্টেশনে নিয়ে আসেন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।
বিবার্তা/আল মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]