
দেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
১৮ জুলাই, বৃহস্পতিবার বেলা ১১টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও সরকার শামীম প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কোটা কারো দয়ার দান নয়। স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের প্রতি বাঙালি জাতির সম্মাননা। আশা করি বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের এ সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে কাজ করবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এসময় পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বিবার্তা/আল মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]