
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম শেফালি বেগম (৪৮)। নিহত শেফালী বেগম একই উনিয়নের মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
১৬ জুলাই, মঙ্গলবার দুপুরে ভাউলাগঞ্জ বাজারের শ্যামলী কাউন্টারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে ।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে ছেলের মোটরসাইকেল যোগে ভাউলাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন শেফালী বেগম। যাওয়ার পথে ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়েন তারা। এ সময় একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ট্রাক চাপায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়াশেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে । এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]