
দিনাজপুরের পার্বতীপুরে পাগল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। গতকাল রাতে কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ জুলাই, মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
জানা গেছে, সন্ধ্যার আগে পার্বতীপুর পৌর শহরের কলেজপাড়া এলাকায় মশিয়ার রহমান (৩৬) ও মোফাজ্জল হোসেন (৩৬) নামে দুই ব্যক্তি চুরি করতে যায়। এসময় তারা একটি ছাগল জোরপূর্বক লাল রংয়ের মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দিলে তারা ছাগল রেখে পালানোর চেষ্টা করে। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে মারধর করেন স্থানীয়রা।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আটককৃত মশিয়ার রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বগুলা গাড়ি গুচ্ছগ্রাম এলাকার আলম এবং মোফাজ্জল হোসেন একই উপজেলার দক্ষিণ চারখানা এলাকার মৃত ফরিজ উদ্দিনের ছেলে। আজ দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়। তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/মামুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]