
কোটা সংস্কারের দাবিতে এবার আন্দোলনে নেমেছে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
১৬ জুলাই, মঙ্গলবার দুপুরে তারা জেলা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মহাসড়কের পাশে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয়। এসময় তারা কোটা প্রথা বাতিল করে মেধার মূল্যায়ন করার দাবি জানান। একই সাথে সাধারণ ছাত্রদের ওপর হামলা ও নির্যাতনের বিচার দাবি করেন তারা। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে নেতৃত্ব দেন মকবুলার রহমান সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক হাসান ।
এর আগে কোটা বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলার বীর মুক্তিযোদ্ধারা ও তাদেন সন্তান কমান্ড। পঞ্চগড় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা সাইখুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূল্যায়ন করায় জোর প্রতিবাদ জানান তারা।
বিবার্তা/বিপ্লব/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]