
দিনাজপুরের খানসামা উপজেলায় বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।
১৬ জুলাই, মঙ্গলবার দুপুর পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লাকার্ড, ফেস্টুন ও পতাকা জাতীয় হাতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আমাদের যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এই মানববন্ধনের মধ্য দিয়ে কোটা সংস্কারের দাবি জানাচ্ছি সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করছি।
বিবার্তা/জামান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]