
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় স্টিল ও রোলিং মিলে বিস্ফোরণে ৩ জন দগ্ধ ও ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
১ জুন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জহির স্টিল ও রুলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে দশটার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)
দগ্ধ ও আহতদের হাসপাতালে নিয়ে আসা স্টিল মিলের সুপারভাইজার মো. সাকিব খান জানান, রাতে স্টিল মিলে গিয়ার বক্সে বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ ও আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আহত তিনজনকে ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে ও দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি ডেমরা থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]