
রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও ভাঙ্গা কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ১৫ মিনিট আটকে রাখেন।
৩১ মে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় খানখানাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস খানখানাপুর এলাকায় আসলে ট্রেনের সামনে শত শত এলাকাবাসী অবস্থান নেয়। দ্রুত সময়ের মধ্যে খানখানপুর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি না করলে কঠোর আন্দোলনের ঘোষণা করেন স্থানীয়রা।
মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সৌরভ, বাজার পরিষদের সভাপতি মামুনুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাকসুদুর রহমান শাওন, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসন, বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক আল আলম বক্তব্য রাখেন।
জানা গেছে, খানখানপুর রেলওয়ে স্টেশনে দুইটি ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের কাছে স্মারকলিপি দিয়েছেন খানখানপুরের স্থানীয় বাসিন্দারা।
ট্রেনের স্টপেজ প্রসঙ্গে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, খানখানাপুর রাজবাড়ীর মধ্যে একটি ঐতিহ্যবাহী এলাকা। আপাতত এখানে আর কোন ট্রেনের যাত্রাবিরতির সম্ভাবনা নেই। তাদের একটি আবেদন মন্ত্রণালয়ে রয়েছে। ঈদের পর সেটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]