
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
৩১ মে, শুক্রবার দুপুরে আলাদা আলাদা দুই ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও একই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েবৃদ্ধ আব্দুর রহিম ও শিশু মাহি মারা যায়। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্দুর রহিম তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে জিআই তারে শর্ট লেগে মারা যায় ও শিশু মাহি খাতুন চার্জ দেওয়ার সময় ভ্যানে বসে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
সদর থানা ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]