
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে, সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, কসবা সার্কেল এর দিক-নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদের সার্বিক সহযোগিতায় কসবা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস.আই মো. কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে (২১ এপ্রিল ) ভোরে কসবা থানাধীন বিনাউটি ইউপিস্থ হাজিপুর গ্রামের মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে কসবা থেকে সৈয়দাবাদগামী পাকা রাস্তার উপর থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রাজ হোসেনকে গ্রেফতার করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কসবা উপজেলার দেলী গ্রামের মৃত্যু খেলু মিয়ার ছেলে জিয়াউর রহমান পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, পুলিশ সুপারয়ের নির্দেশে মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]