
তীব্র তাপদাহে শতভাগ ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে শাটল ট্রেন চালু থাকাসহ পরীক্ষা ও অফিসের যাবতীয় কার্যক্রম পরিচালনা হবে সশরীরে।
২১ এপ্রিল, রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ডিন ও শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অনলাইনে ক্লাসের বিষয়টি নিশ্চিত করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলাহ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হবে, পরীক্ষা হবে সশরীরে সেই সাথে অফিস খোলা থাকবে।
তীব্র তাপপ্রবাহের বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের সময়ের আলো'কে বলেন, তীব্র গরমের জন্য আমাদের ১০০ ভাগ ক্লাস অনলাইনে হবে আর পরীক্ষা, চলমান পরীক্ষা, পরীক্ষার ভাইভা অফিস কার্যক্রমসহ বাকিসব কার্যক্রম সশরীরে চলমান থাকবে।
বন্ধের পরিধি কতদিন পর্যন্ত হতে পারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঐটা আমরা এখনো নির্দিষ্ট করিনি তবে যতটুকু শুনেছি আগামী মাসের ৫ তারিখের পূর্বেই কালবৈশাখী ঝড় আসলে এটার তাপমাত্রা কমে যাবে ওটা আবহাওয়া অফিস দেখবে তবে আমরা সময় নির্দিষ্ট করিনি, দেখি ইনশাআল্লাহ!
বিবার্তা/মহসিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]