
ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার ফুলবাড়িয়া সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব কুষ্টিয়া (মিরপুর) সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন বহরমপুর সেক্টর কমান্ডার ডিআইজি অনিল কুমার সিনহা।
বৈঠকে উভয় দেশের সীমান্তে শান্তি রক্ষা, চোরাচালান রোধে যৌথ টহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে কৃষকের ফসল কর্তন বিষয়ে আলোচনা হয়। বিকেল পর্যন্ত চলা উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক চলাকালে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]