
সাতক্ষীরায় শ্যালো ইঞ্জিনচালিত মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
১২ মার্চ, মঙ্গলবার সাতক্ষীরা-যশোর সড়কের ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর একই জেলার কলারোয়ার উপজেলার তুলসী ডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর সকাল ৮টার দিকে কলারোয়া থেকে মাহেন্দ্র যোগে সাতক্ষীরার দিকে আসছিলেন। পথে ঝাউ ডাঙার ওয়ারিয়ার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোস্তাফিজুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]