
ঐতিহাসিক ৭ মার্চে নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
৭ মার্চ, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ‘চেতনার বাতিঘর’ এ মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসক (ডিসি) শাহেদ পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসন এবং পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা ইউনিট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পৌরসভাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।
নিপীড়িত বাঙালির মুক্তির মহামন্ত্র ৭ মার্চের ভাষণ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নিমিত্তে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নেত্রকোণা জেলা প্রশাসন।
সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচি। উল্লেখ্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা পাবলিক হলে আলোচনা সভা, ডকুমেন্টারি-চলচ্চিত্র-আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু বাংলা ভাষা নয়, জাতির ক্রান্তিলগ্নে এমন দিক নির্দেশনামূলক ও সাহস জাগানিয়া স্বাধীনতার ডাক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মনে করেন গবেষকরা। তৎকালীন রেসকোর্স ময়দানে ওই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু।
বিবার্তা/আসাদুজ্জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]