স্টেডিয়ামের আলো নিভিয়ে বের করা হলো দর্শকদের, আইপিএল বন্ধ
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:৫৪
স্টেডিয়ামের আলো নিভিয়ে বের করা হলো দর্শকদের, আইপিএল বন্ধ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় দ্রুত স্টেডিয়ামের আলো নিভিয়ে বের করে দেয়া হয়েছে দর্শকদের। বন্ধ করা হলো আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ।


বৃহস্পতিবার (৮ মে) রাতে পাকিস্তানের হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে। ৩৪ বলে ৫ চার ও ৬ ছয়ে ৭০ রান করে আউট হন প্রিয়াংশ আর্য।


হিমাচল প্রদেশের ধর্মশালায় ১১ মে আরও একটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেটি সরিয়ে আহমেদাবাদে নেওয়া হয়েছে।


স্টেডিয়ামে তিনটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপরেই খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।


ঘটনাটি ঘটে যখন প্রিয়াংশ আর্য প্রথম বলেই আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামেন, ঠিক তখনই। শুরুতে একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়, এরপর আরও দুটি ফ্লাডলাইট নিভে যায়। এরপরই মাঠ ছেড়ে চলে যান খেলোয়াড় ও আম্পায়াররা।


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশ্য জানিয়েছে, ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে। তবে ক্রিকবাজের খবর, নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়ামের ভিতরে উপস্থিত আইপিএল কর্তৃপক্ষ দর্শকদের স্টেডিয়াম খালি করতে বলেন। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমালকেও ক্যামেরায় দেখা গেছে, যিনি দর্শকদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার অনুরোধ করছিলেন।


মূলত পাকিস্তানের হামলায় আশপাশের এলাকায় এয়ার রেইড অ্যালার্ট জারি হয়েছিল, যার ফলে হিমাচলের পাহাড়ি শহর ধরমশালায় ব্ল্যাকআউট ঘটানো হয়। তবে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com