
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশসংযোগ’ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৮ মে) রাতে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ৩০/৪০ জনের একটি দল ‘দৈনিক দেশসংযোগ’ অফিসের শার্টারের তালা ভেঙে টেবিল-চেয়ার, কম্পিউটারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরের শিরোনাম করা হয়, ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’। সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]