
দেশের পশ্চিমাঞ্চলের জেলা সিরাজগঞ্জের হাটিকুমরুলে ইন্টার চেইঞ্জ নির্মাণ কাজ চলার কারণে গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে হাটিকুমরুল এলাকার ২টি স্থানে ১.৩২ কিলোমিটার এই গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এই কাজ চলবে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত। যার ফলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাধীন সিরাজগঞ্জের একাংশ, রাজশাহী, বগুড়া পাবনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লিমিটেড এর আওতাধীন গ্যাস চালিত বিভিন্ন, শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক লাইনে গ্যাস সরবারহ বন্ধ থাকবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]