
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে আন্ত প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলী, মোহাম্মাদ আলী সিদ্দিকী,উর্মি তালুকদার, প্রধান শিক্ষক আলী আজম, রহমত আলী, সিদ্দিকুর রহমান, শাহানারা খাতুন মিরা, হোসেনে আরা, আব্দুল হান্নান, আবুবক্কর সিদ্দিক, জহুরুল ইসলাম ও আলা উদ্দিন প্রমুখ।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]